এক লিটার তেলের দাম ২১৩ রুপি থেকে একলাফে ৬০৫ রুপি

আন্তর্জাতিক প্রতিবেদন:

পাকিস্তানে হু হু করে বাড়ছে দ্রব্যমূল্য। এর জন্য দায়ী করা হচ্ছে মুদ্রাস্ফীতিকে। এবার প্রতি লিটার ভোজ্যতেলের দাম লিটার প্রতি এক লাফে ২১৩ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ রুপিতে। আজ বুধবার থেকে দেশটিতে এই দুটি নিত্য পণ্যে বাড়তি মূল্য কার্যকর হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়ে ১৩ দশমিক সাত ছয় শতাংশে দাঁড়িয়েছে।

ভোজ্যতেলের পাশাপাশি পাকিস্তানের বাজারে অন্যান্য নিত্য পণ্যের দামও আকাশচুম্বী হয়ে গেছে। আজ বুধবার থেকে লিটারে ২১৩ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

অন্যদিকে, ২০৮ রুপি বাড়ানোর ঘোষণায় ঘিয়ের দাম কেজিপ্রতি ৫৫৫ রুপিতে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমতির দিকে থাকলেও, নজিরবিহীনভাবে তেলের দাম বাড়ানোয় পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এটিভি বাংলা/সীমরান


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *