বিনোদন ডেস্ক:
গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মৃত্যু! এদাভা বসির মঞ্চে গান গাইতে গাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় মালায়ালাম প্লেব্যাক শিল্পী এদাভা বসির। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার তিরুবনন্তপুরমে। শনিবার (২৮ মে) রাতে আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এই গায়ক। এ সময় মঞ্চে উঠে গান গাইতে শুরু করলেও সেটি শেষ করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। একাধিক মালায়ালাম সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এদাভা বসির। এ ছাড়াও কেরালার জনপ্রিয় অসংখ্য গণমেলায় গান গেয়েছেন তিনি। তার মৃত্যুর খবরে মালায়ালাম সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।
এটিভি বাংলা/সুমনা
Leave a Reply