আদালত প্রতিবেদক : বাকেরগঞ্জ উপজেলার হানুয়া জমি দখল ও মারধরের ঘটনায় জনতা ব্যাংকের সাবেক ডিজিএমসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাসুত্রে জানা যায় বাকেরগঞ্জের হানুয়া গ্রামের মৃত ওসমান আলী খানের পুত্র জনতা ব্যাংকের সাবেক ডিজিএম হাবিবুর হোসেন মন্টু খান গংয়ের সাথে একই বাড়ির জয়নাল আবেদীন খান গংয়ের পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরে এদের মধ্যে কয়েকদফা হামলা, মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও কবাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল হক তালুকদার তালুকদারকে মান্যতা দিয়ে কয়েকবার শালিস বৈঠক হয়েছে। শালিস বৈঠকে উভয় পক্ষকে চুড়ান্ত সিদ্ধান্ত ও জমিজমা ভাগ বাটোয়ারা না হওয়া পর্যন্ত স্ব স্ব অবস্হানে থাকার জন্য অনুরোধ করা হলেও গত ১৯/০৫/২২ বৃহস্পতিবার হাবিবুর হোসেন মন্টু খান গং শালিস বৈঠক অমান্য করে বিরোধীয় জমি দখল করতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয় এতে সোহাগ খান, পলাশ খান, মিরাজ খান নামে তিনজন আহত হয়। এ ঘটনায় আহতদের ভাই জাকির হোসেন খান বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল বাকেরগঞ্জ আমলী আদালতে এক অভিযোগ দাখিল করেন। আদালতে বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্রুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) বরিশাল কে তদন্তের নির্দেশ দেন।
Leave a Reply