কমলো ডলারের দাম

ডেস্ক রিপোর্ট:

গত দুদিন ধরে খোলাবাজারে ডলারের দাম একশ ছাড়িয়েছে। সেই দুদিন পরে দেশের খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে।

আজ বৃহস্পতিবার দেশের খোলাবাজারে ডলার ৯৭ থেকে ৯৮ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে ক্রয় করছেন ৯৬ থেকে ৯৬ টাকা ৫৯ পয়সায়। ঢাকার বিভিন্ন মানি একচেঞ্জ ঘুরে আজ এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেয়। এরপরেই খোলাবাজারে প্রতি ডলার ১০২ টাকায় বিক্রি হয়। একই সাথে বাজারে ডলারের সংকটও দেখা দেয়।

ডলারের দামের বিষয়ে পল্টনের ক্যাপিটাল এক্সচেঞ্জের কর্মকর্তা নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ডলারের দাম কিছুটা কমেছে। দুদিন আগে প্রতি ডলারের দাম ১০১ টাকা হয়েছিল। আজ ডলার ৯৬ থেকে ৯৬ টাকা ৫০ পয়সা করে কিনেছি। বিক্রি করেছি ৯৭ টাকা ৫০ পয়সা থেকে ৯৭ টাকা ৬০ পয়সায়।

মতিঝিলের পাইওনিয়ার মানি চেঞ্জারের কর্মী রোকন জানান, আজ আমরা ডলার বিক্রি করেছি ৯৮ টাকা দরে। কিনেছি ৯৭ থেকে ৯৭ টাকা ৫০ পয়সা করে।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *