ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পলাতক পিকে হালদার গ্রেফতারের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানে না বাংলাদেশ। তবে তাকে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১৪ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন।
এদিন দুপুরে পিকে হালদারকে গ্রেফতারের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদক এ নিয়ে কাজ করছে। যারা টাকা পাচার করছে তারা দেশের শত্রু। এদের ফিরিয়ে আনলে এই পাচার বন্ধ হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।
তাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে ফেরত আনার বিষয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এটিভি বাংলা/সুমাইয়া
Leave a Reply