1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত করলেন ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪২৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কোম্পানির সঙ্গে তার ৪৪ বিলিয়ন ডলারের ক্রয়চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ই মে) এক ঘোষণায় এ কথা বলেন ইলন। এর জন্য টুইটারের ফেক অ্যাকাউন্ট নিয়ে কিছু সমস্যার কথা জানিয়েছেন টেসলা প্রধান।

এক টুইটার বার্তায় মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে। দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত ক্রয়চুক্তি সম্পন্ন প্রক্রিয়া স্থগিত থাকবে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভুয়া অ্যাকাউন্ট নিয়ে এর কর্তৃপক্ষের কাছে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। গত তিন মাসে টুইটারে নতুন ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩০ লাখ।

করোনার মহামারির পর সর্বোচ্চ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে মাস্কের টুইটার কেনার আগ পর্যন্ত সংস্থাটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন- মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। খবর- রয়টার্স’র।

এরপর টুইটারের মালিকানা কেনার জন্য গত ২৫শে এপ্রিল এর কর্তৃপক্ষের সঙ্গে  প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারের একটি চুক্তি করেন মাস্ক। এজন্য তাকে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিতে হয়েছে।

বিশাল পরিমাণ এই ঋণ শোধ করার জন্য শেষ পর্যন্ত তাকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন এই ধনকুবের। পাশাপাশি খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতন কমানো হতে পারে বলেও ঋণদাতাদের জানান তিনি।

এদিকে টুইটারের ভোক্তা ও রাজস্ব বিভাগ দেখভাল করা দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে সামাজিক মাধ্যমটি থেকে সরে যেতে হচ্ছে। বৃহস্পতিবার (১২ই মে) এক মেমোতে কর্মীদের এমন তথ্য জানিয়েছেন ক্ষুদে ব্লগটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল।

মেমোতে আগারওয়াল বলেন, অধিকাংশ নিয়োগ বন্ধ রাখবে টুইটার। চলমান নিয়োগ প্রস্তাবগুলোও পর্যালোচনা করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তার কোনোটি প্রত্যাহার করে নেওয়া হবে কি না।

২০২৩ সালের শেষ নাগাদ সাড়ে ৭০০ কোটি মার্কিন ডলারের বার্ষিক রাজস্ব ও দৈনিক ৩১ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল টুইটার। কিন্তু সাম্প্রতিক আয়ের প্রতিবেদনের পর সেই লক্ষ্যমাত্রা তুলে নেওয়া হয়েছে।

টুইটারের ভোক্তা শাখা কেইভান বেকপুর ও রাজস্ব বিভাগের দেখভাল করছিলেন ব্রুস ফালক। বৃহস্পতিবার টুইটার বার্তায় তারা জানিয়েছেন, কোম্পানি থেকে তাদের বিদায় নেওয়া স্বেচ্ছায় না।

এটিভি বাংলা/সামিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech