ডেস্ক রিপোর্ট:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে পরস্পরের মধ্যে ধাক্কায় দুটি বোয়িং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা-কর্মচারিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম ও সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান ও মো. হাফিজুর রহমান।
গত ১০ এপ্রিল দুপুরে বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ হ্যাঙ্গারের অভ্যন্তরে প্রবেশ করানোর সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে। ফলে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাঁদিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পরপরই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরই এই ৫ কর্মকর্তা-কর্মচারিকে বরখাস্তের এ আদেশ দেয়া হয়েছে।
এটিভি বাংলা/শারমিন
Leave a Reply