খেলাধুলা প্রতিবেদক:
পারল না বাংলাদেশ। হলো স্বপ্নভঙ্গ। জিততে পারেনি স্বর্ণ। এশিয়া কাপ আরচারির স্টেজ-২ এর কম্পাউন্ড পুরুষ দলগতের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ। ভারত ২২৪-২১৮ পয়েন্টে লাল-সবুজের দলকে কারিয়ে স্বর্ণ পদক জিতেছে। এদিন নারীদের কম্পাউন্ড দলগত এবং মিশ্র দলগতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
খেলা চার সেটের। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে বাংলাদেশ পায় ৫৫ পয়েন্ট। দ্বিতীয় সেটেও একই স্কোর করে। তৃতীয় সেটে ৫৬ এবং শেষ সেটে বাংলাদেশ পায় ৫৫ পয়েন্ট।
আর প্রথম সেটে ভারতের আরচাররা পেয়েছেন ৫৭ পয়েন্ট। দ্বিতীয় সেটে ৫৫, তৃতীয় সেটে ৫৫ এবং শেষ সেটে ৫৭ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক জেতে ভারত।
সব মিলিয়ে এখন পর্যন্ত এশিয়া কাপে একটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
এদিকে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন রোমান সানা। উজবেকিস্তানের আমির খানকে হারিয়ে স্বর্ণ জয়ের আরও কাছে চলে গেছেন এই তারকা আরচার। ১১ মে ফাইনালে রোমান সানার প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান।
এটিভি বাংলা/জামান
Leave a Reply