এই গরমে এসি ছাড়াই ঘর শীতল রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

গরমে জনজীবন অতিষ্ঠ। ঘরের ভেতরে আবহাওয়াও গরম থাকছে। যাদের ঘরে এয়ার কন্ডিশনার আছে তাদের কিছুটা স্বস্তি মিলছে। কিন্তু সবার ঘরে তো আর এসি থাকে না। কিছু ছোটোখাটো উপায় কাজে লাগালে এসি ছাড়াও ঘর কিছুটা ঠান্ডা রাখা যায়। এমন কিছু উপায় জেনে রাখলে ক্ষতি কি?

ঘরে লাগান গাছ
বেশ কিছু গাছ রয়েছে যা ঘরের অভ্যন্তরীণ আবহাওয়ার জন্য উপযুক্ত। এসব ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজান। অ্যালোভেরা, স্নেক প্ল্যান্ট, লিলি, পাম, মানি প্ল্যান্ট ইত্যাদি গাছ লাগাতে পারেন। এতে ঘরে স্নিগ্ধতা বিরাজ করবে। গাছের কারণে ঘরের বাতাস থাকবে বিশুদ্ধ। সেই সঙ্গে কমবে তাপমাত্রা।

ঘর মুছুন
ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা রেখে ঘর মুছুন। একবারের পরিবর্তে দিনে দুই থেকে তিনবার ঘর মুছতে পারেন। মেঝের পাশাপাশি মুছতে পারেন জানলার কাঁচও। ঘর মোছার আগেই ঘরের জানালা-দরজা বন্ধ করে পর্দা টেনে দিন। এতে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে।

দেয়ালে সাদা রঙ দেবে স্বস্তি
ঘর ঠান্ডা রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ঘরের রঙ। রং যত গাঢ় হয় তত আলো শোষণ করে এবং যত হালকা হয় তত আলো বেশি প্রতিফলিত হয়ে যায়। আর আলো যত শোষিত হবে, ততই বাড়বে ঘরের তাপমাত্রা। তাই দেয়ালে হালকা রঙ করুন। সাদা, হালকা ধূসর কিংবা হালকা গোলাপি রঙ এক্ষেত্রে উপযুক্ত।

ভারি পর্দা ব্যবহার করুন
সূর্যের তাপ জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করে ঘর গরম করে দেয়। তাই ঘর ঠান্ডা রাখতে জানালায় ভারী পর্দা ব্যবহার করুন। এক্ষেত্রে সুতি পর্দা ব্যবহার করা ভালো। এতে ঘরের তাপমাত্রা কম থাকবে।

রান্নাঘরে এগজস্ট ফ্যান ব্যবহার করুন
ঘরের তাপমাত্রা বাড়ায় রান্নাঘরের চুলার গরম। এছাড়া গরমে রান্না করতেও কষ্ট হয়। রান্নাঘরে এগজস্ট ফ্যান লাগিয়ে নিন। এটি ভেতরের গরম বাতাস দ্রুত বাইরে বের করে দেবে। সম্ভব হলে বাথরুমেও এগজস্ট ফ্যান লাগাতে পারেন।

তাছাড়া বিছানার চাদর, বালিশের কভারের ক্ষেত্রে হালকা রঙকে প্রাধান্য দিন।

এটিভি বাংলা/আফরিন


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *