নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর চেয়ারম্যান নির্বাচিত হলেন বিদিশা এরশাদ। রবিবার (৮ই মে) ইউএনএ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হিসেবে বিদিশা এরশাদের নাম উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান।
ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে উক্ত পদটি দীর্ঘদিন যাবত শূন্য ছিল। তাই আজকের সভায় বিভিন্ন দলীয় চেয়ারম্যানদের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদের নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন। এসময় ইউএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান এই প্রস্তাবকে সমর্থন করেন এবং উপস্থিত সকল চেয়ারম্যান সমস্বরে একমত পোষণ করেন। এতে সর্বসম্মতিক্রমে তা প্রস্তাব গৃহীত হয়।
সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র মহাসচিব এড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র প্রধান সমন্বয়কারী মো. আকতার হোসেন, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাব হোসেন মোল্লা, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান মো. সিরাজুল হক, আওয়ামী পার্টি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরকার প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদিশা এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও এরশাদ ট্রাস্টের আইন উপদেষ্টা এড. কাজী রুবায়েত হাসান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লে. কর্নেল (অব.) হাবিবুল হাসান।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply