খেলাধুলা প্রতিবেদক:
দুর্ঘটনার শিকার হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। জানা গেছে, শনিবার কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে তার বাম পায়ের খানিকটা কেটে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে তার পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে তার বাসাতেই। এদিন তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এদিকে দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন মাশরাফিকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।
এই পা ও হাঁটুর ইনজুরির কারণেই বিভিন্ন সময় মাঠ থেকে দূরে থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। আর বিভিন্ন সময় চোটে পড়ে তার দুই হাঁটুতেই অস্ত্রোপচার হয়েছে ৭ বার।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply