- মা-জননী
………..পারভেজ নূর
আমাদের ছেড়ে মাগো চলে গেছো তুমি,
আমার হৃদয়ে আঁকা আছে তোমার মুখখানি।
শয্যাশায়ী ছিলে তুমি তবুও ছিলো ভালো,
আমাদের ছোট কুটির রেখেছিলে আলো।
দুঃখের মাঝে রাখতে তুমি মোদের আগলিয়ে,
ঘর্মাক্ত ললাট মুছিয়ে দিতে স্নেহের আঁচলে।
বলতে মাগো, ‘লক্ষীসোনা একটু খাও ভাত’,
কোলের মাঝে ঘুমিয়ে দিতে মাথায় বুলিয়ে হাত।
দুষ্টমিতে করতে তুমি স্নেহমাখা শাসন,
একটু পরে বিলিয়ে দিতে ভালোবাসার আসন।
আমায় নিয়ে দেখতে তুমি কত আশার আলো,
অঝর নয়নে বলতে মাগো ‘খোদা তোরে রাখুক ভালো’।
আমার অসুখে থাকতে তুমি শিহরের পাশে বসে,
ঝিমু-ঝিমু নয়নে করতে সেবা কত রাত জেগে।
চুমুর পরে চুম দিয়ে নিতে আমায় বুকের মাঝে,
প্রাণ আমার ভিক্ষা চাইতে খোদার দরবারেতে।
‘সোনারে আমার ভালো করে দাও নিজের প্রাণ নিয়ে’
চোখের জলে বুক ভাসিয়েছো খোদার কাছে বলে।
বেহেশতবাসী হয়েছো তুমি মোদের ছাড়িয়ে,
অশান্তিতে চলছি মোরা তোমায় হারিয়ে।
ছিলে তুমি, ছিলো মোদের সোনার সংসার,
বুঝে সেই…মা-জননী নাই’রে যার।
Leave a Reply