নিউইয়র্কে ব্র‍্যান্ডিং বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউইয়র্কঃ বাংলাদেশের ভাষা ও সাংস্কৃতির ঐতিহ্য এখন বিশ্বের মডেল। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। অক্সফোর্ড, হার্ভাডসহ পৃথিবীর খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলার সন্তানেরা মেধা প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। নিউইয়র্কে অনুষ্ঠিত “ব্র্যান্ডিং বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

  1. বৃহস্প্রতিবার নিউইয়র্কের কুইন্স জয়া হলে অনুষ্ঠিত আন্তজাতিক এ সেমিনারে মূল আলোচক হিসেবে অংশ নেন নিউ ইয়কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড: মনিরুল ইসলাম। এনআরবি সেন্টারের এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন  ।বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে তারা ব্র্যান্ডিং বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন। এদের মধ্যে ছিলেন সাবেক সাংসদ এম এম শাহীন চিকিৎসক ডক্টর মাসুদুল হাসান , শিক্ষাবিদ নাইমা খান, এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি জয় চৌধুরী,চেম্বার নেতা লিটন আহমদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুর রহিম হাওলাদার, বাংলাদেশী আমেরিকান পুলিশ কর্মকর্তা ও বাপা নেতা সুমন সাইদ, মুহাম্মদ শামসুল হক, এরশাদ সিদ্দিকী ও নিউইয়র্ক মেয়র নিরাপত্তা টিমের প্রধান কর্মকর্তা হুমায়ুন কবীর, ব্যাংকার ইমতিয়াজ চৌধুরী, জ্যামাইকা ফ্রেন্স সোসাইটির সাধারণ সম্পাদক ডা: রাসেল, সাংবাদিক লাভলু আনসার, তরুণ উদ্যোক্তা মফিজুল আহাদ শফি, সাংবাদিক এস এম সোলায়মান, সাংবাদিক শহীদুল ইসলাম, আহাদ আলী সিপিএ, অধ্যাপক হোসনে আরা , হার্ভাড বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী তাসকিরুল ইসলাম নিবিড়, লেখক ও ডেমক্রেট দলের সদস্য হাসান আলী, নিউ ভোটার এসোসিয়েশনের ডক্টর দিলীপ নাথ, কমিউনিটি নেতা আব্দুর রহমান, ইসলামিক সোসাইটি অফ নিউইয়র্ক সিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদ, ব্যবসায়ী সানোয়ার চৌধুরী, জয়া হলের পরিচালক আব্দুল আহাদ, আইটি এক্সপার্ট শেখ গালিব রহমান, কমিউনিটি নেতা সৈয়দ আতিকুর রহমান । অনুষ্ঠানে রাষ্ট্রপতির বানী পাঠ করেন তরুণ আমেরিকান শাহরিয়ার এম চৌধুরী ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাইদা রহমান । আলোচনা শেষে জয়া হলের সৌজন্যে অংশগ্রহণকারীদের জন্য ইফতার আয়োজন করা হয় ।অনুষ্ঠানটি স্পন্সর করে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান টিসিবিএল গ্রুপ

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *