ডেস্ক রিপোর্ট:
রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান জানান, ফেসবুকে গুজব ছড়ানোয় মেয়রের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর নিউমার্কেটে সহিংসতার ঘটনায় মেয়রকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর এবং শান্তি শৃঙ্খলা পরিপন্থি তথ্য ছড়িয়ে উসকানি দেওয়া হয়েছে, এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান বলেন, ফেসবুকে মেয়র তাপসকে নিয়ে বেশকিছু মিথ্যা এবং কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করা হয়েছে। এসকল কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেন, যেটা পরবর্তীতে মামলা হিসেবে গ্রহণ করা হয়।
গত ১৮ এপ্রিল নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা পরের দিন ব্যাপক সহিংসতা ঘটায়। সে সংঘর্ষ দুই জন নিহত হয়েছেন। আহত হন শতাধিক।
উল্লেখ্য, হামলায় উসকানি দেয়ায় নিউ মার্কেট থানার এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নাহিদ নামের এক কুরিয়ার কর্মীকে হত্যার মামলায় ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
Leave a Reply