আন্তর্জাতিক প্রতিবেদক:
উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রায় দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্ত এখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবে। তিনি যদি অনুমতি দেন তাহলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।
গত মাসে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট অ্যাসাঞ্জকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি প্রত্যাখ্যান করার পরে আজকের এই রায় দেন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের একজন বিচারক।
অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদলতের এই রায় দেখেছিলেন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এখন সিদ্ধান্ত নেবেন তাকে প্রত্যর্পণ করবেন কিনা।
তবে উইকিলিকসের প্রতিষ্ঠাতার কাছে এখনও আপিলের আইনি উপায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২০১০ ও ২০১১ সালে হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁসের অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হলে তাকে কঠোর নিয়ন্ত্রিত কারাগারে রাখা হবে—এমন ঝুঁকির ভিত্তিতেই নিম্ন আদালতের বিচারকেরা জানুয়ারিতে রায় দিয়েছিলেন বলে মনে করছেন যুক্তরাজ্যের সিনিয়র বিচারকেরা।
পরে মার্কিন কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে অ্যাসাঞ্জ ওইসব কঠোর পদক্ষেপের মুখোমুখি হবেন না। তবে ভবিষ্যতে তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপের মতো কোনও কাজ করলে তাকে তার আওতায় পড়তে হতে পারে।
আদালতে অ্যাসাঞ্জের আইনজীবীরা যুক্তি দেন যে তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ করছেন। তাদের অভিযোগ, তার মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এটিভি বাংলা/তুষার
Leave a Reply