ডেস্ক রিপোর্ট:
দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার। রোববার (১৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর ৫ ধারা অনুযায়ী পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে। আইনের ৮২ ধারা অনুযায়ী এখন থেকে সরকার কর্তৃক জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার পূর্ব পর্যন্ত আইনের ৭৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।
এটিভি বাংলা/তুষার
Leave a Reply