1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

রাশিয়ায় বরিস জনসনের প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৪৭ Time View

আন্তর্জাতি প্রতিবেদক:

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি যুক্তরাজ্যের শত্রুভাবাপন্ন অবস্থানের কারণে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী নিকোলা স্টার্জনসহ ব্রিটিশ সরকারের ১৩ জন সদস্য এবং রাজনীতিবিদদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই মস্কোর সাথে শত্রুতামূলক পদক্ষেপ, পশ্চিমা দেশগুলোর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে সবচেয়ে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং বেশকিছু ঊর্ধতন রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হল। এই তালিকা আরও বড় হতে পারে বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

রাশিয়া এর আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য মার্কিন কর্মকর্তাদের মস্কো প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

গেল ২৪শে ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ আজ ১৬ এপ্রিলে ৫২তম দিনে গড়িয়েছে। এদিকে, ইউক্রেনের মিত্রদেশগুলোকে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ার করেছে রাশিয়া। মস্কো বলছে, এতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মিত্রদেশগুলোর ‘অভাবনীয় পরিণতি’ হতে পারে।

রাশিয়ার এমন হুঁশিয়ারির পর ইউক্রেনে পারমাণবিক হামলার আশঙ্কা করে বিশ্ব নেতাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এটিভি বাংলা/তুষার

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech