কোভিডের উপসর্গ দেখা দেয়ায় তার পিসিআর পরীক্ষাও করানো হয়। কিন্তু নেগেটিভ আসে সেই পরীক্ষার ফল। কিন্তু আজ অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে তাই ড্রেসিং রুমে নেই রাসেল ডমিঙ্গো। যেহেতু পোর্ট এলিজাবেথ তার নিজ এলাকা, তাই চিকিৎসার জন্য নিজের বাড়িকেই বেছে নিয়েছেন তিনি। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রাম করছেন রাসেল ডমিঙ্গো।
এদিকে, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর ফুড়ফুড়ে মেজাজে টেস্ট সিরিজ শুরু কের টাইগাররা। তবে লাল বলের খেলায় পিরেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও স্বস্তিতে নেই। বড় হারের পথেই এগিয়ে যাচ্ছেন মমিনুলরা।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
এটিভি বাংলা/আমান
Leave a Reply