বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভিড় করছেন জামাকাপড়, রূপচর্চা আর গৃহসজ্জার নানা উপকরণ কেনার জন্য। তবে বিক্রেতারা বলছেন, এখনও বেচাবিক্রি শুরু হয়নি পুরোদমে।
রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাদের ভিড় নতুন কিছু নয়। এক জায়গায় রকমারি পণ্য দামাদামি করে কিনতে হরহামেশাই এখানে এসে থাকেন ক্রেতারা। ক্রেতাদের সাথে কথা বলে জানা গেলো, ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে দূরদূরান্ত থেকে কেনাকাটা করতে এসেছেন অনেকে।
এয়ারকন্ডিশনড্ দোকান নয়, বরং মার্কেট চত্ত্বরে পথে বসে থাকা দোকানগুলোতেই জামা, জুতো, কসমেটিকস, গয়নাসহ নানা পণ্যের বিক্রি হচ্ছে বেশি। তবে সব জায়গায়ই রয়েছে দর কষাকষির কম বেশি সুযোগ।
শুধু কাপড়-জামা নয়, ঈদ উপলক্ষে অনেকে কিনছেন নতুন ক্রোকারিজ ও ইলেকট্রনিকস পণ্য। দোকান মালিকদের আক্ষেপ করোনার ধকল এখনও কাটাতে পারেননি তারা।
দোকারিরা বলছেন, রমজানের শেষ দশ দিনে গতি আসবে ঈদ কেনাকাটায়।
এটিভি বাংলা/তিষা
Leave a Reply