এভারকেয়ারে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও গুলশানের বাসায় ফিরে গেছেন।

আজ বিকেল সাড়ে ৫টায় তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে যান। এর আগে, বিকেল ৪টা ২০ মিনিট গুলশান বাসা থেকে রওনা হন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, পরীক্ষা নিরীক্ষার ফলাফল পাওয়ার পরই চেয়ারপার্সনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

রমজান শুরুর পর কিছুটা দুর্বল হয়ে পড়লে মঙ্গলবার রাতে তার বাসভবনে যান মেডিক্যাল বোর্ডের সদস্যরা। এ সময় তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া জরুরি বলে মত দেন চিকিৎসকরা। সে অনুযায়ী আজ তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত ১লা ফেব্রুয়ারি ৮১ দিন পর এভারকেয়ার হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া। সেখান থেকে তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়। এত দিন সেখানেই ছিলেন। মাঝে করোনার বুস্টার ডোজ দিতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেয়া হয় তাকে।

গত বছরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই দফায় খালেদা জিয়াকে হাসপাতালে যেতে হয়। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এদিকে, গত ২৩শে মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দুর্নীতির দুই মামলায় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ শে মার্চ সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়।

এটিভি বাংলা/আমান


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *