ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
স্থানীয় সময় রবিবার ভোরে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, স্যাক্রাম্যান্টো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। রোববার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অদূরের কোনো এক জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে আর লোকজন ভয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। ঘটনাস্থলে হতাহত ব্যক্তিদের উদ্ধারে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
স্যাক্রাম্যান্টো পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি বজায় থাকবে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হবে, যাতে কোনো আলামত নষ্ট না হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। সেখানকার রেস্তোরাঁ, বার এবং অন্যান্য জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এটিভি বাংলা/তিষা
Leave a Reply