শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার থেকে রোজা শুরু হয়েছে।
এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইয়ে কাল রবিবার প্রথম রোজা শুরু হবে। সৌদি আরবের প্রতিবেশী দেশ ওমানেও রবিবার থেকে রোজা শুরু হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে।
তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের মুসলমানেরা রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। শুক্রবার এ সব এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন। শনিবার ভোর রাতে সেহরি খেয়ে রোজা পালনের পর ইফতারি করেছেন।
এটিভি বাংলা/সামিয়া
Leave a Reply