1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

মিরপুরে কনসার্ট মাতালেন ফোক সম্রাজ্ঞী মমতাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪০১ Time View

নিজস্ব প্রতিবেদক:

মিরপুরে বৃষ্টির বাগড়ার থমকে যায় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। মঙ্গলবার (২৯শে মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে থেমে যায় এ কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ।
প্রথম বিকেলে কনসার্ট শুরু হলে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও মমতাজ পারফর্ম করেন। মাগরিবের নামাজের বিরতির পরই এ আর রহমানের স্টেজে ওঠার কথা ছিল।

এর আগে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন।

বৃষ্টি থেমে যাওয়ায় গোল্ড আর প্লাটিনামের দর্শকরা মাঠে ঢুকছেন। তবে ফোমের চেয়ার হওয়াতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে দর্শকদের। গোল্ড ক্যাটাগরির চেয়ার বৃষ্টিতে ভিজে গেছে। মাঠের বিভিন্ন প্রান্তে পানি জমেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের মূল আকর্ষণ এ আর রহমানের গান। এই অনুষ্ঠানে অংশ নিতে ২৪০ জনের বহর নিয়ে বাংলাদেশে আসেন এ আর রহমান। সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে অনুশীলনও সেরে নেন এই প্রখ্যাত শিল্পী।

বিকেলের পর এই কনসার্টে এ আর রহমানের পারফর্ম শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টি দেয় হানা। তাই দেরিতে হলেও শুরু হয়েছে কনসার্ট। ম্যারাথন এই পারফরম্যান্সে তিনি গাইবেন ৩৫টি গান। যেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মিরপুরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ বড়সড় উদ্যোগ হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২০ সালের মার্চে হওয়ার কথা ছিল মুজিববর্ষ কনসার্ট। করোনাভাইরাসের কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এবার করোনার প্রকোপ কমায় ফের সেই কনসার্ট করার সিদ্ধান্ত নেয় তারা।

এটিভি বাংলা/সাগর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech