স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের শিবচর উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সুমন চৌকিদার (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের সাহেব বাজারের একটি দোকান থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রেমে বাধা দেওয়ায় অভিমান করে আত্মহত্যার করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত সুমন চৌকিদার কুতুবপুর এলাকার আলেক চৌকিদারের ছেলে। সে সাহেববাজারের দুলাল বেপারীর ইলেকট্রনিকসের দোকানের কর্মচারী ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন জানান, তুচ্ছ বিষয় নিয়ে কিশোর সুমনকে তার বাবা শাসন করেন। বাবার সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিশোরটি। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে কিশোর সুমন আহম্মেদকে তার বাবা আলেপ চোকদার সকালে শাসন করেন। পরবর্তীতে বাবার সাথে অভিমান করে চলে যান কিশোর সুমন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে একটি স্ট্যাটাস দেয় সুমন আহমেদ। বিকেলে কুতুবপুরের সাহেব বাজার নামক এলাকায় একটি দোকানে থাকা ফ্যানের সাথে গলা দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে বাজারের লোকজন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কিশোরের মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ফেইসবুকে স্ট্যাটাসে সুমন লেখেন, “আমার মৃত্যুর জন্য কোন মেয়ে দায়ী না, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। আমি যদি কোন ভুল করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।”
নিহত সুমন কুতুবপুর ইউনিয়নের ফজলুল করিম বেপারী কান্দি গ্রামে আলেপ চোকদারের একমাত্র ছেলে।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply