না ফেরার দেশে পাড়ি জমালেন অভিষেক চট্টোপাধ্যায়

বিনোদন প্রতিবেদক:

৩০ বছর আগে যখন সিনে পর্দায় হাজির হয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়, তখন সিক্স প্যাকের অধিকারী ছিলেন। শুধু কি তাই; সুদর্শন, দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রসেনজিৎ ও তাপস পালের সময়ে দাপট দেখিয়েও ক্যারিয়ারে ‘হিরো’ তকমা লাগাতে পারেননি। কেন হিরো হয়ে উঠতে পারলেন না? ক্যারিয়ারের মধ্যভাগে এসে সেই গল্পে অভিষেক শুনিয়েছিলেন রাজনীতির গল্প। নাম প্রকাশ না করে অভিযোগ নিয়ে এসেছিলেন, এক জুটির কারণে একাধিক সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে।

ভারতের সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন জানায়, ‘অপুর সংসার’ শিরোনামে একটি শোতে হাজির হয়ে অভিষেক বলেছিলেন, ‘নোংরা রাজনীতির শিকার হতে হয়েছিল আমাকে। নয় বছর হাতে কোনও কাজ ছিল না। বাধ্য হয়ে যাত্রা দলে যোগদান করি।’

প্রতিবেদনে দাবি, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।

গণমাধ্যমে একাধিকবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন অভিষেক। এই সময় পত্রিকাকে জানিয়েছিলেন, বহুল আলোচিত ‘গুরুদক্ষিণা’ সিনেমা নিয়ে এক জটিলতায় ১০ বছর তাঁর সঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ।

জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

১৯৮৬ সালে ‘পথভোলা’ সিনেমা দিয়ে পথচলা শুরু হয়েছিল অভিষেকের। ২০২১ সালেও তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বরাহনগরে জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আর ৫৭তম জন্মদিনের মাত্র তিন সপ্তাহ পরই মৃত্যু হলো তাঁর।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *