ডেস্ক রিপোর্ট:
২০০২ সালের ঢাকার কেরাণীগঞ্জে মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম।
আজ বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায় চৌধুরীর আদালতে তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন।
আদালতের সরকারি কৌঁসুলি ভোলানাথ দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ এ মামলায় নিহত তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিমের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। সকালে সাক্ষ্য দিতে তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম ও চাচা সৈয়দ রেজাউল করিম আদালতে উপস্থিত হন। এরপরে সাক্ষী মাহবুবুল হকের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তাঁর সাক্ষ্য শেষে সাক্ষী রেজাউল করিমের জবানবন্দি শেষ হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের জন্য সময়ের আবেদন করে। শুনানি শেষে বিচারক নতুন দিন ধার্য করেন।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply