আন্তর্জাতিক প্রতিবেদক:
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসির। মঙ্গলবার (২২ মার্চ) এক টুইট বার্তায় তিনি নিজেই একথা জানান। তিনি জানান, আমার শরীরে করোনার হালকা লক্ষণ রয়েছে। তবে আমি ভালো বোধ করছি।
তিনি আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তবে তিনি কোয়ারেন্টিনে আছেন। বিল ক্লিনটনের একজন মুখপাত্র টুইটার বার্তায় জানান, বিধি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট নিয়ম অনুসারে করোনা পরীক্ষা করাবেন। হিলারি বলেন, ভ্যাকসিন নেওয়ার কারণে গুরুতর অসুস্থতা থেকে রক্ষা পেয়েছি। অনুগ্রহ করে সবাই টিকা নিন, যদি এখনও না নিয়ে থাকেন।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply