রবিবার ভোরে চালানো এই হামলায় হতাহতের কোনো ঘটেনি। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইয়ানবুর রেড সিপোর্ট এলাকার একটি পানি শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র, দক্ষিণের জিজান এলাকার একটি গ্যাসক্ষেত্র ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর এলএনজিক্ষেত্র লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালায়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর বরাত দিয়ে সৌদি জোট জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিরা তাদের অঞ্চলে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া জানিয়েছে, সামরিক জোট হুতিদের ৩টি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলো সৌদির অর্থনৈতিক অঞ্চলে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে জানানো হয়।
এতিভি বাংলা/তিষা
Leave a Reply