ডেস্ক রিপোর্ট:
শিগগিরই নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করা হবে। একই সাথে শর্তপূরণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১৮ই মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত স্বাধীনতা শিক্ষক পরিষদের এক আলোচনা সভায় একথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ করেছিলেন। তার কন্যা পিতার দেখান পথে শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য বদ্ধ পরিকর। তবে, শিক্ষা ব্যবস্থা শতভাগ জাতীয়করণের সিদ্ধান্ত নেয়ার আগে এরই মধ্যে জাতীয়করণ হয়েছে এমন প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন হয়েছে কিনা তা যাচাই করবে সরকার।’
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘যেখানেই জাতীয়করণ হয়েছে সেখানে শিক্ষার মান বেড়েছে কিনা? যদি বাড়ে তাহলে জাতীয়করণ আমরা নিশ্চয় সবাই চাইবো।’
দীপু মনি আরও বলেন, ‘যেই মানদণ্ডগুলোর ভিত্তিতে এমপিওভুক্তিকরণ ঘটে, আপনারা চেষ্টা করলে আন্তরিকতা থাকলে এই মানদণ্ডগুলো অর্জন করা সম্ভব এবং তাহলেই আমরা অবশ্যই এমপিওভুক্ত করব। ’
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply