আন্তর্জাতিক প্রতিবেদন:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার পথে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে উভয় দেশ। এমনটাই জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এসব জানানো হয়।
এদিকে, উভয় দেশই শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের ন্যাটোয় যোগ না দেওয়ার ব্যাপারে স্পষ্ট আভাস দিয়েছেন তিনি। বুধবার মার্কিন কংগ্রেসের ভাষণে রাশিয়াকে চাপে রাখতে আরও বেশি পদক্ষেপ নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। পাশাপাশি ইউক্রেনে নো ফ্লাই জোন কার্যকরের পক্ষে যুক্তি তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের সংলাপ সফল হওয়ার জন্য তার দেশের সুরক্ষা নিশ্চিত করা হলো পূর্বশর্ত। তিনি বলেন, শান্তি আলোচনায় আমার অগ্রাধিকার সুস্পষ্ট। সেগুলো হলো যুদ্ধের অবসান, নিরাপত্তার নিশ্চয়তা, সার্বভৌমত্ব, ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা অক্ষুণ্ন রাখা, আমাদের দেশের জন্য প্রকৃত নিশ্চয়তা, আমাদের দেশের প্রকৃত সুরক্ষা।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া তার কাঙ্ক্ষিত লক্ষ্যেই পৌঁছাবে। পশ্চিমাদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তাদের উদ্দেশ্য বিশ্বে প্রভাব বিস্তার এবং রাশিয়াকে একঘরে করা। তবে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান পুতিন।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply