আন্তর্জাতিক ডেস্ক:
ভুলক্রমে একটি অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মঞ্চে তার স্ত্রী জিল বাইডেন উপস্থিত ছিলেন। পরে ভুল বুঝতে পেরে রসিকতা করেন বাইডেন।
গত মঙ্গলবার (১৫ মার্চ) হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এই ভুল করেন।
তবে, স্বামী ডগ এমহফ করোনা আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস।
প্রেসিডেন্ট কমলাকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দর্শকের আসন থেকে এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দিচ্ছেন। এরপর হাসির রোল পড়ে যায় ঘরের ভেতর।
ঘটনাচক্রে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের মুখ ফসকানো রোগ নিয়ে মজা করতে দেখা যায় তাকে।
বাইডেন পুরুষ ও নারীদের মধ্যে সমান বেতনের আহ্বান জানিয়ে বলেন, বেতনের ব্যবধান বন্ধ করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply