1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৪৬ Time View

খেলাধুলা প্রতিবেদক:

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দিবা-রাত্রির ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
দক্ষিণ আফ্রিকায় টাইগারদের অতীত ইতিহাসটা মোটেও সুখকর নয়। প্রোটিয়াদের মাটিতে কখনই জয়ের দেখা পায়নি তামিম, সাকিবরা। তবে, বদলেছে সময়।

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের অভিজ্ঞতা কাজে আসবে প্রোটিয়াদের বিপক্ষেও। টাইগারদের হার্ড হিটিং দুর্বলতা নিয়ে কাজ শুরু করেছেন এলবি মরকেল। প্রধান কোচ ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের অধীনে নিজেদের ভলোভাবেই ঝালিয়ে নিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। যা কাজে লাগিয়ে প্রোটিয়াদের মাটিতে প্রথম জয় তুলে নিতে মরিয়া তামিম, সাকিবরা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ বছরে জয়টা অধরাই থেকে গেছে টিম বাংলাদেশের। তবে, প্রোটিয়া সফরে যাওয়ার আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিনিয়দের পশাপাশি, তরুণদের পারফরমেন্স কুড়িয়েছে প্রসংসা। প্রথম ওয়ানডেতে তাই অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলেই দল সাজাবেন কোচ রাসেল ডমিঙ্গো।

এরআগে কখনই সেঞ্চুরিয়ানে ওয়ানডে খেলেনি বাংলাদেশ। তবে, ম্যাচের আগে মিলেছে এই ভেন্যুতে অনুশীলনের সুযোগ। এর মাঝেই নিজেদের মানিয়ে নিয়ে মাঠে নামতে হবে টিম বাংলাদেশকে।

এদিকে, ঘরের মাঠে ভারত বধের সুখস্মৃতি এখনো তরতাজা দক্ষিণ আফ্রিকার। তবে, গেল বছরে চিত্রটা ভিন্ন ছিলো প্রোটিয়ারদের। হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে হার, আয়ারল্যান্ডের মাঠে কোন রকম সিরিজ ড্র করলেও তারা হেরেছে লঙ্কানদের বিপক্ষে।

সবমিলিয়ে ওয়ানেড সুপার লিগে ১০ ম্যাচে মোটে ৩টি জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে তাই জয় ভিন্ন কিছুই ভাবছেন না প্রোটিয়া অধিনায়ক বাভুমা। প্রথম ওয়ানেডেতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

এটিভি বাংলা/তিষা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech