ডেস্ক রিপোর্ট:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ-হুজিবি’র সংগঠক এবং বিস্ফোরক আইনে দশ বছর ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত শরিফুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উত্তরার পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শরিফুজ্জামান ছাড়া তিনি শরিফ, মিন্টু, ওবায়দুল্লাহ ওরফে মাহি নামেও জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলেন।
২০১৩ সালের ৭ই অক্টোবর আশুলিয়ার বাইপাইল রোডে অভিযান চালিয়ে হুজিবির সংগঠক খলিলুর রহমান শাহরিয়ার, মোহাম্মদ আব্দুল কাদের মোয়াক্ষের, শরিফুজ্জামান, মোহাম্মদ মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় জামিনে জেল থেকে বের হয়ে আত্নগোপনে চলে যান হরকাতুল জিহাদ বাংলাদেশের পরিবর্তিত সংগঠনের অর্থসম্পাদক শরিফুজ্জামান। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে ফ্রিল্যান্স করে জীবিকা নির্বাহ করে আসছিলেন শরিফুজ্জামান।
এটিভি বাংলা/তিষা
Leave a Reply