চবি প্রতিবেদক:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের (বিজয় ও সিএফসি) মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলের মাঝে এ সংঘর্ষ হয়।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায়ও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২ জন আহত হন। বিবদমান ২ গ্রুপই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
জানা যায়, আগের দিনের সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এর মধ্যেও বিবাদে জড়ায় উভয় গ্রুপ। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার পাশাপাশি চলে ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply