ডেস্ক রিপোর্ট:
নিত্যপণ্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এখনই বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে নিরব দুর্ভিক্ষ দেখা দেবে বলেও মন্তব্য করেন জি এম কাদের। মঙ্গলবার বিকেলে বিএফডিসিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে জি এম কাদের বলেন, টিসিবি নয় রেশনিং কার্ডে আসতে হবে। প্রয়োজনে অন্য প্রকল্প থেকে টাকা এনে সরকারকে ভুর্তকি দেয়ার আহ্বান জানান জি এম কাদের।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply