খেলাধুলা প্রতিবেদক:
কদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন সাকিব আল হাসান। সে ধারাবাহিকতায় প্রোটিয়া সফরের ঘোষিত দলে রাখা হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। নতুন খবর, দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চান না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আজ রোববার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথাগুলো বলেন সাকিব। এ ব্যাপারে সাকিব আল হাসান বলেন, ‘সদ্যসমাপ্ত আফগানিস্তান সিরিজ আমার কাছে হতাশাজনক। আমার যে চাওয়া ছিল, সে অনুযায়ী ভালো পারফর্ম করতে পারিনি। আর দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক এবং শারীরিক যে অবস্থানে আছি, আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা খুব একটা সম্ভব নয়। যদি একটা বিরতি পাই, আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। আমার জন্য ভালো হয়।’
বাংলাদেশি তারকা আরো বলেন, ‘আমি আফগানিস্তান সিরিজ এনজয় করতে পারিনি। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার কাছে মনে হয়েছে, সিরিজে আমি শুধুই ‘প্যাসেঞ্জার’ ছিলাম। এই অবস্থায় আমি একদমই থাকতে চাই না। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে না আমার জন্য।’
এ ব্যাপারে তারকা এই অলরাউন্ডার বলেন, ‘এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলাটা ঠিক হবে না। আমি জালাল ভাইয়ের (বিসিবি পরিচালক) সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন দুদিন চিন্তা করবেন। আমাকেও সময় দিয়েছেন। এরপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে মনে করি।’
নিজের অবস্থানের কথা ব্যখ্যা দিয়ে সাকিব বলেন, ‘আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ করতে না পারি, তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। এটা সতীর্থদের সঙ্গে প্রতারণা করার মতো হবে।’
দলের সঙ্গে প্রতারণা করতে চান না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক, ‘দলের সঙ্গে প্রতারণা—এই জিনিসটা আমি অবশ্যই চাই না। আমি চাই নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে নিয়ে যেভাবে চিন্তা করে, সেভাবে যেন পারফর্ম করতে পারি। আমি যদি জানি যে আমি পারফর্ম করা মতো অবস্থায় নেই, তাহলে সময় নষ্ট করার কোনো মানে নেই। দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি করা ঠিক হবে বলে মনে করি না।’
এর আগে গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাননি সাকিব। খেলেননি নিউজিল্যান্ড সিরিজেও। এবার দক্ষিণ আফ্রিকায় তাঁর যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
যদিও কদিন আগে বিসিবি সাভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টেস্ট খেলবেন। নাজমুল হাসান বলেছিলেন, ‘তার টেস্ট না খেলার কোনো কারণ দেখছি না। সে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে। দূর থেকে আমি তাকে বললাম দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলে আসার পর তোমার সঙ্গে বসব। সে বলল, আপনি যা বলেন।’
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply