আন্তর্জাতিক প্রতিবেদক:
ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থায় আনা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে ফোনালাপে পুতিন একথা বলেন।
বৃহস্পতিবার ক্রেমলিনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুতিন এমানুয়েল মাক্রোঁকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানের লক্ষ্য দেশটিকে নিরস্ত্রীকরণ ও নিরপেক্ষ অবস্থায় নিয়ে যাওয়া। এদিকে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক এ কথা জানিয়েছেন।
একটি বিবৃতিতে পোদোলিয়াকে বলেন, ইউক্রেনের প্রতিনিধি দল হেলিকপ্টারে করে আলোচনায় যাচ্ছে। ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্য ডেভিড আরাখামিয়া ফেসবুকে বলেন, বৈঠকটি গ্রিনিচ মান সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এর আগের বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে রুশ প্রতিনিধিদলের ভ্লাদিমির মেদেনস্কি বলেছেন, কয়েক ঘণ্টা পরই দ্বিতীয়বারের মতো বৈঠক শুরু হবে।
গত সোমবার বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়।
এটিভি বাংলা/শ্রাবন্তী
Leave a Reply