ইউক্রেনের টিভি টাওয়ারে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত টেলিভিশন টাওয়ারে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে এবং কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। রুশ বাহিনীর হামলার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে। খবর প্রকাশ করেছে বিবিসি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, টাওয়ারের বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। চ্যানেলগুলো কিছু সময়ের জন্য কাজ করবে না।

ইউক্রেনের জরুরি পরিষেবা বলছে, কিয়েভ টেলিভিশন টাওয়ারে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত হয়েছে। বিবিসি বলছে, টাওয়ারটিতেই হামলা হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। কারণ, টাওয়ারটি দাঁড়িয়ে আছে। তবে বিস্ফোরণের কারণে কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেবিন ইয়ারের নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ রয়েছে। সেটির কাছে একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালিয়েছে বর্বর বেবিন ইয়ার ছিল নাৎসি হলোকাস্টের সময় ইহুদিদের সবচেয়ে বড় একক গণহত্যার একটি। যারা মারা গেছেন তাদের স্মরণ করার জন্য সাইটটিতে একটি স্মারকের ক্লাস্টার রয়েছে।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *