খেলাধুলা প্রতিবেদক:
গুরবাজের সেঞ্চুরিতে চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এতে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো আফগানরা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৯২ রানে। জবাবে গুরবাজের অপরাজিত ১০৬ রানের ইনিংসে ৫৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছে গুরবাজে এবং সিরিজ সেরা হয়েছে লিটন দাস।
আগের দুই ম্যাচে শতভাগ সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে তৃতীয় ওয়ানডেতে নেমেছিলো বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সেই সাফল্য থেকে অনুপ্রেরণা নিতে পারেন নি তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানের ফজল হক ফারুকির বলে সাজঘরে ফেরেন তিনি। এই নিয়ে টানা তিন ম্যাচে এই ফজল হক ফারুকির কাছেই ধরাশায়ী হলেন অধিনায়ক।
অবিচল ছিলেন আগের ম্যাচের নায়ক লিটন দাস। সাকিব আল হাসানের সাথে দ্বিতীয় উইকেটে গড়েন ৬৯ রান। পাঁচটি চারে ওয়ানডেতে নিজের চতুর্থ অর্ধশতক তুলে নেয়ার আগে আর্ন্তজাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
কিন্তু দলীয় সংগ্রহ বড় করতে যাদের দিকে তাকিয়ে ছিলেন লিটন তারা সাপোর্ট দিলেন কোথায়? প্রথম ওয়ানডেতে ১০, দ্বিতীয় ওয়ানডেতে ২০ রান করা সাকিব তৃতীয়টিতে ৩০ রান করে ওমারজাইয়ের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন।
আগের ম্যাচে ইতিহাস গড়ার সঙ্গী মুশফিকও ফিরলেন ৭ রান নিয়ে। আর ১ রান তুলে ইয়াসির রাব্বি বিদায় নেন রশিদ খানের দেড়শো তম উইকেট হয়ে।
অপরপ্রান্তে আসা যাওয়ার মিছিল দেখা লিটনের মনোযোগেও পড়লো তার প্রভাব, ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটসম্যান গুলবাদিনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ৮৬ রানে।
এরপর মাহমুদুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ঠিকই। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারদের ব্যর্থতায় ৩৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস। এই ম্যাচ খেলা নিয়ে যার সংশয় ছিলো সেই রশিদ খান তুলে নেন ৩৭ রানের ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে সাবধান ছিলো আফগান ওপেনাররা। রহমতুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান প্রথম উইকেটে তোলেন ৭৯ রান। রিয়াজ ৩৫ রানে সাকিবের বলে বিদায় নিলেও ৫৩ বলে অর্ধশতক তুলে নেন রহমতুল্লাহ গুরবাজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আফগানিস্তানকে।
অর্ধশতককে নিজের তৃতীয় ওয়ানডে শতকে রূপ দিয়ে দলের হোয়াইটওয়াশ এড়ান গুরবাজ।
আর এদিকে ২-১ এর সিরিজ জয় নিয়েই খুশি থাকতে হলো বাংলাদেশকে।
এটিভি বাংলা/আমান
Leave a Reply