এতে বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে সপরিবারে বাস করছে তাদের মধ্যে ডিপোর্টেশনের ভীতি প্রবলভাবে কাজ করছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশ ভয় করছেন যে, কর্তৃপক্ষ হয় তাদেরকে অথবা তাদেরই চেনাজানা অন্য কাউকে ডিপোর্ট করবে। এই ভীতির কারণ তাদের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকা। জরিপ অনুযায়ী প্রতি ১০ জন ল্যাটিনোর মধ্যে ৮ জনেরই যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার স্ট্যাটাস নেই বা তারা যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজড সিটিজেনও নয়। কিন্তু যারা স্থায়ী বাসিন্দা বা সিটিজেন তারাও সবসময় আশঙ্কায় থাকেন যে তাদেরই পরিবারের কোনো অবৈধ সদস্য বা আত্মীয়স্বজন, যারা এখানে অবৈধভাবে বাস করছেন, তাদেরকে ডিপোর্টেশনের কবলে পড়তে হবে। কিছু ক্ষেত্রে ইমিগ্রান্ট ল্যাটিনোদের মধ্যে যারা ন্যাচারাইলজড সিটিজেন, তাদের একটি অংশ ডিপোর্টেশনের আশঙ্কা করেন। বিশেষ করে ট্রাম্পের মেয়াদে তাদের ভীতি ছিল আরও বেশি।
পিউ রিসার্চ সেন্টার হোমল্যাণ্ড সিকিউরিটির ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে যে ট্রাম্পের বিদায়ের পর ডিপোর্টেশন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ২০২০ সালে ডিপোর্ট করা হয়েছে ১৮৫,৮৮৪ জনকে, যা ২০১৯ সালে ছিল ২৬৭,৫২৮ জন। দ্বিতীয় প্রজন্মের ল্যাটিনো, যাদের মা-বাবার মধ্যে অন্তত একজন ইমিগ্রান্ট, তাদের ৩৭ শতাংশ ডিপোর্টেশনের ভয়ে ভীত।
Leave a Reply