বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় থাকা পুতিন-লাভরভের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র পুতিন-লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার মধ্যে এই নিষেধাজ্ঞা দিল পশ্চিমা বিশ্ব। বিশ্বের কোনো নেতাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা বিরল। ইইউ শুধুমাত্র সিরিয়া এবং বেলারুশের রাষ্ট্রপতিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর যুক্তরাষ্ট্র এর আগের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর এমন নিষেধাজ্ঞা দেয় ।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কেমন সম্পদ রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply