গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। এক দিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢোকে রুশ সেনারা। এ মুহূর্তে তারা এই রাজধানী শহরের দিকে অগ্রসর হচ্ছে। রাশিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সাধারণ বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ১৮ হাজার মেশিনগান। এমন অবস্থায় দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের নাগরিকেরা।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বলেছে, রুশ অভিযান শুরুর পর শুধু ২৪ ঘণ্টাতেই ইউক্রেনে প্রায় ৫ লাখ মানুষ ঘরহারা হয়েছে।
পোল্যান্ড, মলদোভা, রোমানিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়া কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনীয় নাগরিকেরা সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে ঢুকে পড়ছে। পোলিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ৩৫ হাজার মানুষ পোল্যান্ডে ঢুকেছে। সীমান্ত এলাকায় ইউক্রেনীয়রা লম্বা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে।
Leave a Reply