ডেস্ক রিপোর্ট:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা গ্রহণে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরও দুদিন বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রমও চলমান থাকবে। আজ শনিবার মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের একটি অনুষ্ঠান থেকে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে অনির্ধারিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক এ সময় বলেন, ‘একদিনে এক কোটি টিকা দেওয়া বিশ্বে একমাত্র দেশ সম্ভবত বাংলাদেশ। এর আগেও ৮০ লাখ ডোজ টিকা একদিনে আমরা দিতে সক্ষম হয়েছি। আজ (শনিবার) যেভাবে দেশের সকল টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছে, তা দেখে আমরা অভিভূত। আশা করা যায়, আজ টিকা গ্রহণের সংখ্যা এক কোটি ডোজ ছাড়িয়ে যাবে।’
‘টিকা গ্রহণে দেশের মানুষ এগিয়ে এসেছে বলেই বাংলাদেশ বিশ্বের ২০০টি দেশের মধ্যে ১০ম অবস্থানে উঠে এসেছে। টিকায় দেশ সফল হয়েছে বলেই বাংলাদেশের জিডিপি এখন ৬ প্লাস হয়েছে, যেখানে অনেক দেশই মাইনাসে চলে গেছে’ বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী এসময় আরও বলেন, ‘এ পর্যন্ত ১১ কোটি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং আজ এক কোটিসহ মোট ১২ কোটি প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। এতে আমাদের লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। দেশে একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন দেওয়াটা একটি বড় অর্জন এবং এই কাজে যে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করেছেন, তাদেরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমেদুল কবীরসহ অন্যান্য
কর্মকর্তারা ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply