খেলাধুলা প্রতিবেদক:
এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। আজ ঐচ্ছিক অনুশীলন করেছে দুই দল। প্রাকটিসে তামিম-মুশফিক ঘাম ঝরালেও অনুপস্থিত ছিলেন সাকিব -রিয়াদসহ সম্ভাব্য একাদশের প্রায় সবাই।
হারা ম্যাচ জিতে আসা। অঘটনের দ্বারপ্রান্ত থেকে অসাধারণ এক জয়। তাই স্বস্তির নিঃশ্বাস টাইগার শিবিরে। দ্বিতীয় ওয়ানডের আগে তাই ঐচ্ছিক অনুশীলনে টিম বাংলাদেশ।
সিনিয়রদের মধ্যে কেবল তামিম, মুশফিককে অনুশীলনে দেখা গেলো নেটে ঘাম ঝরাতে। সঙ্গী ছিলেন জয়, রাব্বী, শান্ত আর এবাদত। আফগানদের কাছে নাকাল হওয়ার পরেও কেন বিশ্রামে বাকিরা, তার উত্তর কোচ রাসেল ডোমিঙ্গো জানান।
তিনি বলেন, ‘আজ ঐচ্ছিক অনুশীলন ছিল। মাসব্যাপী ওরা ক্রিকেট খেলছে। বিপিএল কদিন আগেই শেষ হলো। তারপর আরও একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। বিশ্রাম প্রাকটিসের মতই গুরুত্বপূর্ণ। আজ তাপমাত্রাও বেশি।’
মিরাজ-আফিফ জুটিতে মুগ্ধ ডোমিঙ্গো। তার কাছে জাতীয় দলের বড় সম্পদ মিরাজ। তবে ভাল খেললেও আফিফের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চান না।
হেড কোচ বলেন, ‘মিরাজের টেস্ট হান্ড্রেড আছে। বিপিএলেও ভাল করেছে। ও যেভাবে খেললো, তা দেখে আমি খুশি। দেখুন, আফিফের জন্য সাত নম্বর পজিশন একদম পারফেক্ট। সে শান্তভাবে খেলা শেষ করতে পারে। নতুন বলে উন্নতির জায়গা আছে। এখনই ওর পজিশন পরিবর্তনে করতে চাই না।
এদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই আফগানদের। সফরকারীরাও তাই ছক আটছে টাইগারদের ফাঁদে ফেলার।
এটিভি বাংলা/শ্রাবন্তী
Leave a Reply