ডেস্ক রিপোর্ট:
করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনার টিকার তৃতীয় ডোজ নিতে গুলশানের ভাড়া বাড়ি ফিরোজা থেকে বুধবার বিকেল সাড়ে চারটায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার এন্ড হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সময় অপেক্ষারত নেতাকর্মীর শ্লোগানে মুখর হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গন।
প্রথম দুই ধাপে তাকে মডার্নার টিকা দেয়া হলেও, বুস্টার ডোজ হিসেবে তাকে দেয়া হয় ফাইজারের টিকা। টিকা নেয়ার পর আবারো গুলশানের ভাড়া বাড়িতে যান বিএনপি চেয়ারপার্সন।
এসময় খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে, গত বছরের ১৮ই আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া। ১৯শে জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গেল বছরের ১১ই এপ্রিল।
দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।
এটিভি বাংলা/আমান
Leave a Reply