বিনোদন প্রতিবেদক:
হলিউড ইন্ডাস্ট্রিতে করোনা থাবা। এবার ভয়াবহ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন কানাডিয়ান সংগীতশিল্পী জাস্টিন বিবার।
রোববার (২০ ফেব্রুয়ারি) লাস ভেগাসে অনুষ্ঠিত ‘দ্য জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ অংশ নেওয়ার কথা ছিলো জাস্টিন বিবারের। কিন্তু জনপ্রিয় এই সংগীতশিল্পী করোনায় আক্রান্ত হওয়ার কারণে অনুষ্ঠানটি শুরুর কয়েক ঘণ্টা আগে সেটি পিছিয়ে দেওয়া হয়।শুধু জাস্টিন একাই নন, তার টিমের কয়েকজন সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, ‘দ্য জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এর অফিশিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে আগামী ২৮ জুন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
এটিভি বাংলা/আশা
Leave a Reply