করোনাভাইরাসে আক্রান্ত রাহাত ফতেহ আলী খান

বিনোদন প্রতিবেদক:

খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিল্পীর দলের পক্ষ থেকে টুইটারে এই খবর জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

টুইটারে লেখা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মিউজিক্যাল সুফি নাইটের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, রাহাত ফতেহ আলী খান করোনায় আক্রান্ত হয়েছেন। সুফি নাইট অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১২ই মার্চ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ জানা গেছে, পাকিস্তানি এই সংগীতশিল্পী সুফি নাইটে অংশ নিতে দুবাইয়ে পৌঁছেছেন। পাকিস্তানে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও দুবাইয়ে করা পরীক্ষায় ফল পজিটিভ আসে। সংগীতশিল্পীর এই খবর শুনে ভক্তরা দ্রুত তার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেছেন।

বিখ্যাত সুফি ও কাওয়ালি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান। বিখ্যাত সুফি শিল্পী ফতেহ আলী খান তার দাদা। কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান। কোক স্টুডিও পাকিস্তানের চারটি মৌসুমেই দেখা গেছে তাকে। এমটিভি আনপ্লাগড, ছোটে উস্তাদের মতো টিভি শোর বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। কোক স্টুডিওতে তার গাওয়া ‘আফরিন আফরিন’ ইউটিউবের বহুবার দেখা গানগুলোর একটি।

গত এক মাসে পরপারে চলে গেছেন লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়। সবাইকে কাঁদিয়ে চলে গেছেন বাপ্পি লাহিড়ীও।
তাই রাহাত ফতেহ আলী খানের করোনার খবর জানার পর ভক্তরা চিন্তায় পড়ে গেছেন। তবে জানা গেছে, করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে।

এটিভি বাংলা/সুমন


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *