ডেস্ক রিপোর্ট:
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগানের ঘোষণা এবং তা প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এখন এ আদেশ জারি করে তা জানিয়ে দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘জয় বাংলা’কে স্লোগান করতে হাইকোর্টের রায় নিয়ে আলোচনা হয় বৈঠকে। জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে।
বিষয়টি চূড়ান্ত হলে রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারি, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। আরও কোথায় কোথায় এই স্লোগানের বাধ্যবাধকতা থাকবে তারও ব্যাখ্যা প্রজ্ঞাপনে থাকবে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে, ২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলো হাইকোর্ট।
এটিভি বাংলা/আমান
Leave a Reply