আন্তর্জাতিক প্রতিবেদক:
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ৯৫ বছর বয়সী রানীর হালকা ঠান্ডার মতো উপসর্গ দেখা দিয়েছে।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, রানি বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলছেন। এর আগে, রানির বড় ছেলে প্রিন্স অব ওয়েলস দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন। সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন রানি।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply