এবার না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তী গানের নায়ক বাপ্পি লাহিড়ী।ভারতের গায়ক ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৯ বছর।
- ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে উপমহাদেশের তিন সংগীত তারকার মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।লতা মাঙ্গেশকার, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পী লাহিড়ী একই সময়ে চলে যাওয়া যেন সংগীতের আকাশে অন্ধকার নেমে এসেছে।
Leave a Reply